মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজধানী মোহাম্মদপুর থানার ছাত্রলীগ।
আজ ৯ ডিসেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার মোহাম্মদপুর থানার ছাত্রলীগের অফিসে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বিভিন্ন সময় ছাত্রশিবির-ছাত্রদলের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের ৮ নেতাকর্মী হত্যার রায় দ্রুত ঘোষণার দাবি জানায় সংগঠনের নেতারা।
সমাবেশে মোহাম্মদপুর থানার ছাত্রলীগের সভাপতি নাঈমুল হাসান রাসেল বলেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল? এই আলাল প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেছে সেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন মোহাম্মদপুর থানার ছাত্রলীগ ঘরে বসে থাকবে না। আজ বিক্ষোভ-সমাবেশ হচ্ছে পরে প্রয়োজনে বিএনপির এমন নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান যাবে মোহাম্মদপুর থানার ছাত্রলীগ। ছাত্রলীগ আছে বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারছে না। দেশের জনগণ শান্তিতে ঘুমাতে পারছেন।