মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, মোঃ এনায়েতুল হাফিজ, মিজানুর রহমান ইসহাক, আনোয়ার হেসেন মাসুদ, মোঃ চৌধুরী বকশী সহ মোহাম্মদপুর থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।