মোঃ ইব্রাহিম হোসেনঃ প্রতিটি অভিভাবক স্বপ্ন দেখেন তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার। যেন তার সন্তান নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। ঢাকা মহানগর-উত্তর মোহাম্মদপুর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও আগামী কাউন্সিলে মোহাম্মদপুর থানা কৃষক লীগের সভাপতি প্রার্থী হাজী মোঃ মইনুল হক এর ছেলে ও মেয়ে আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্কলারশিপের সুযোগ পেয়েছে।
আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্কলারশিপের সুযোগ পাওয়ায় আজ ২২ ডিসেম্বর ২০২০ রোজ মঙ্গলবার সকালে রাজধানী মোহাম্মদপুর মোহাম্মাদী হাউজিং লিমিটেডে ৩ নং রোডে কুবা মসজিদে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানে হাজী মোঃ মইনুল হক এর ছেলে ও মেয়ে আমেরিকায় যেয়ে ভালো করে লেখাপড়া করতে পারে সে জন্য দোয়া করা হয়।
অন্যদিকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া মোনাজাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সাধারণ মুসল্লিগণ, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।
দোয়া-মিলাদ মাহফিল শেষে মোহাম্মাদী হাউজিং লিমিটেডে আল-আমিন হোটেল এন্ড রেস্টুরেন্টে সকলের জন্য খাওয়া-দাওয়া আয়োজন করা হয়।