মোঃ ইব্রাহিম হোসেনঃ
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করার যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
১৫ ডিসেম্বর ২০২১ রোজ বুধবার এ তথ্য জানান জেনারেল (অব.) আজিজ। তিনি বলেন, ‘আমার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য সঠিক নয়। যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ মেইলে বা ডাকে এখনও আমাকে এ বিষয়ে কিছু জানায়নি। এটি জামায়াত-বিএনপির একটি মিথ্যা প্রচারণা।’
এর আগে সোমবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, সম্প্রতি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করে এক চিঠির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল আজিজ আহমেদ। তিন বছর দায়িত্ব পালন শেষে এ বছরের ২৪ জুন তিনি অবসরে যান।
সেনাপ্রধান হওয়ার আগে সেনাবাহিনীর সদর দপ্তরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ছিলেন আজিজ আহমেদ। তার আগে তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। তার আমলে বাংলাদেশ সেনাবাহিনী ৪০টি দেশে জাতিসংঘের ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে।