মোঃ ইব্রাহিম হোসেনঃ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বলিষ্ট পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগেও তিনি এই দায়িত্ব পালন করেন।
আজ ১৫ নভেম্বর ২০২১ রোজ সোমবার ডিএমপির কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহকে কাউন্টার টেরোরিজম ইউনিটে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন দায়িত্বে বিপ্লব কুমার সরকারকে দেওয়ার কথা জানানো হয়। একই প্রজ্ঞাপনে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) সঞ্জিত কুমার রায়কে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের ডিসি করা হয়েছে।
এর আগে ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুরের পুলিশ সুপার (এসপি) থেকে বিপ্লব কুমার সরকারকে ডিএমপিতে বদলি করা হয়।
জনবান্ধব ও জনপ্রিয় পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি রয়েছে বিপ্লব কুমার সরকারের। ২১তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৪ বার শ্রেষ্ঠ উপ-কমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন বিপ্লব কুমার সরকার। এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুবার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন।