শেখ আসাদুল্লাহ্ আহমেদ (আপন), ষ্টাফ রিপোর্টারঃ যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) আটক করেছে র্যাব।
সোমবার (১৩ নভেম্বর) তাকে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকা থেকে আটক করা হয়। র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) পারভেজ রানা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আবদুল্লাহপুর থেকে হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।