মোঃআজমাইন মাহতাবঃ রাজধানী ঢাকার শাহ আলী থানাধীন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা গুনবি ওরফে হাসানকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন বলেন, রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাধ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেফতার করা হয়েছে।