মোঃ ইব্রাহিম হোসেনঃ শুরু হলো শোকাবহ আগস্ট। আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ মোমবাতি প্রজ্বালন, আলোর মিছিল ও অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী মৎস্যজীবী লীগ।
৩১ জুলাই সোমবার (১ আগস্ট) রাত ১২টা ১ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ির সামনে এ কর্মসূচি পালন করে আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুর রহমান এবং বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি লায়ন শেখ আজগর নস্কর এর নেতৃত্বে মোমবাতি প্রজ্বালন, আলোর মিছিল ও অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
শোককে শক্তিতে পরিণত করে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ গড়ার প্রত্যয় আর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি জানান আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি লায়ন শেখ আজগর নস্কর।
উল্লেখ্য, বাঙালি জাতির জীবনে গভীর শোক ও বেদনার মাস আগস্ট। ধানমন্ডি ৩২ নম্বর রোডের ৬৭৭ নম্বর বাড়ি। ৪৮ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ পরিবারের ১৭ জন।
এছাড়া, ২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। তাই মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ১ আগস্ট প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন করে আসছে আওয়ামী মৎস্যজীবী লীগ।