খাস খবর বাংলাদেশঃ সকাল থেকে মন খারাপ, ভাবনার বিষয় আগস্ট। আগস্টকে বিদায়ী জানাতে হবে। পহেলা আগস্ট থেকে শোকের বানী, মনের যাতনা, জাতির জনক কে হারানো বেদনা নিয়ে আমাদের মাঝে আগস্টের আগমন হয়। প্রতিদিন কোনো না কোনো সভায় জনকের স্মৃতিচারণ, ঘাতকের মুণ্ড উদঘাটন, অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরন, শিক্ষা স্বাস্থ্য, বাসস্থানের সমাধান নিয়ে বলার ও লেখার দীর্ঘ অভিজ্ঞতা অর্জন, জীবনকে কত সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করেছে আগস্ট।
শোকের মাঝে সুখি হওয়ার যে স্বপ্ন দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তা পৃথিবীতে অদ্বিতীয় বলতে পারেন। আগস্ট অনেকের কাছে,অনেক বিষয়। আনন্দ উপভোগ্যের বিষয়, চাঁদাবাজির বিরিয়ানি, তেহারী, খিচুড়ীর মেলায় পরিনত হয়।
ম্যাডাম খালেদা জিয়ার সাজুগুজুর জন্মদিনের অপেক্ষায়। অনেক ষড়যন্ত্রকারী হত্যা, ধ্বংস, জ্বালাও পোড়াও এর অপেক্ষায়। বিদেশি এজেন্টরা নড়েচড়ে বসেন আগস্ট আসলেই। আমার কাছে আগস্ট, নিজেকে সংশোধন করার মাধ্যম। জাতির কাছে উপস্থাপন করার মাধ্যম, নিজেকে বিকশিত করার জন্য আগস্টের বিকল্প হতে পারে না। আগস্ট, আইভি রহমান, মেয়র হানিফদের শোকের বার্তা বহন করে, হৃদয়ে কাঁপন সৃষ্টি করে। অসহায় মানুষের পাশে দ্বারানো সুবর্ণ সুযোগ, আগস্ট আমাদেরকে দিয়ে থাকেন।
আগস্ট আমার রাজনৈতিক জীবনের পরিবর্তনের মাধ্যম। আগস্টকে বিদায়ী জানাতে একটু কষ্টতো হবেই।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব রবিউল আলম।