April 25, 2024, 1:32 am
শিরোনামঃ
জনমত পারমাণবিক বোমাকে পরাজিত করে,নির্বাচন সত্যকে উপজেলা নির্বাচন থেকে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব উঠে আসবে গরু ও মাংস আমদানীর বিতর্কে অংশ নিতে চাইছিলাম না। ধর্ম নিরপেক্ষ ভারত কে বাঁচাতে,বিজেপি বিরোধী ঐক্য চাই তাপমাত্রা কমাতে যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার বুশরা কৃষক লীগ নেতাদের গণভবনের শাকসবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নিজেরাই মহাবিপদে আছে: ওবায়দুল কাদের শুধু প্রশাসন দিয়ে মাদক ও কিশোর গাং প্রতিরোধ করা সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে ? গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আওয়ামীলীগের প্রতিপক্ষ আধিপত্যবাদীরা, নিজ দলের প্রতিদন্ধিদের কাছে আঃলীগের জয় পরাজয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, July 20, 2022
  • 120 Time View

রবিউল আলম

একনিষ্ঠ জীবন দান কারীরা হারিয়ে যাচ্ছে, অভিমান নিয়ে আত্নগোপনে আছে। চাটুকার অনেকেই এমপি মন্ত্রী কাউন্সিলর হয়েছেন। দলের ভিতরে অনেকেই গুরুত্বপূর্ণ পদপবী দখলে রেখেছেন। দুঃসময়ের নেতা কর্মীদের খবর রাখেন না। প্রতিটি নির্বাচনী এলাকায়, একাধিক আধিপত্য গ্রুপ সৃষ্টি হয়েছে। ভাইএর নামে শ্লোগান হচ্ছে প্রকাশ্যে। দলিয় শৃঙ্খলার জন্য শত চেষ্টা বৃথা। ভাই না হলে পদপদবী আপনার হবে না। আপনার রাজনৈতিক অতিত বিবেচনায় এবং বর্তমান কর্মকাণ্ড একাধিক গ্রুপের জাতা কলে আবদ্ধ হতে বাদ্র। সবাই বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু ছাড়া কোনো শ্লোগান ও তাদের ছবি ছাড়া পোস্টার ফ্যাস্টুন করা যাবে না। থানা, ওয়ার্ড কাউন্সিলে, কাউন্সিলরদের ছবি ছাড়া কোনো পোস্টার ফ্যাস্টুন ও গেঞ্জি দেখলাম না। দলের সাধারণ সম্পাদক, সভাপতি মন্ডলীর সদস্য, মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রকাশ্য এই নির্দেশনা অমান্য কারীদের জবাবদিহিতা কোথায় ? আজও বুঝতে পারলাম না। দলকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার পদ্ধতি আবিস্কারের কাউন্সিল ছাড়া আর কি হতে পারে ? রাশেদ খান মেননরা এখন আওয়ামীলীগকে সাবধান করে, হাসানুল হক ইনুরা আওয়ামীলীগের ব্যর্থতা খুঁজে,সফলতা দেখেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী না হতে পারলে,পদ্মাসেতু মেট্রোরেল সহ অগুনিত উন্নয়ন প্রকল্প দেখা ও দেখানোর মতো শ্রমশক্তি আপনাদের মাঝে কোনোদিনই সৃষ্টি হবে না। আপনারা রাজনৈতিক দর কশাকশির জন্যই জন্ম হয়েছেন। নিজেদের সৃষ্টি নাই বলে অন্যের উপর ভর করে রাজনৈতিক তলপি বাহক। বাঙালি জাতির ও বাংলাদেশের উন্নয়নে যাদের গায়ে জ্বালাদরে, বিদেশীদের সাথে এ দেশীয় এজেন্টরাও একাধিক রাজনৈতিক দলে গাপটি মেরে আছে। আওয়ামীলীগ এই গাপটি মারাদের থেকে মুক্ত নয়। নির্বাচন আসলেই ওদের চেহারা পরিস্কার ফুটে উঠে। দলিয় মনোনয়নের বিরুদ্ধে, দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত করার কাজটি সুকৌশলে সেরে নেয়। অনেক মন্ত্রী এমপি ও দলের প্রভাবশালী নেতারাও যুক্ত হয়, নিজের অনুসারী ও আনুগত্য বিস্তারের। ইউপি নির্বাচন ও ২০০১ নির্বাচনের ইতিহাস অনেক দুরের নয়। মনোনয়ন বোর্ডের সব সদস্য দলপ্রেমি বলতে পারছি না, কিছু অর্থপ্রেমিও লক্ষ্য করছি। যারা দলের জন্য জীবন যৌবন ও অর্থকরী নিঃশেষ করেছে, অর্থের জন্য মনোনয়ন থেকে তাদেরকে বঞ্চিত করে, জামাত বিএনপির অর্থশালীদের কাউন্সিলর, চেয়ারম্যান মনোনীত করা হয়, অনেক স্থানে। তারা দলের চেয়ে অর্থের পেছনেই মনোনিবেশ করে, দলকে দুর্বল করার দায়ীত্ব পালন করেছেন নিজস্বার্থে। তাদের ক্ষমতার চাইতে দলের ক্ষমতা বেশী হলে হরিলুট করতে বাঁধার সম্মুখীন হতে হয় বলে। আওয়ামীলীগকে লড়তে হয় বিশ্ব অপশক্তি ও মানবতা হীন দের সাথে, তারপরেও আওয়ামী লীগকে বাঙালি জাতি টিকিয়ে রেখেছে, বাংলার স্বাধীনতা ও উন্নয়নের স্বার্থে। আওয়ামীলীগ ছাড়া দেশপ্রেমী কোনো রাজনৈতিক দল এখনে বাংলাদেশে আবিস্কার হয় নাই বলে। আওয়ামীলীগের জয় পরাজয় একমাত্র আওয়ামীলীগই নির্ধারন করতে পারে। এই দেশের জনগণ কখনো আওয়ামীলীগের বিরুদ্ধে বাদী হয় নাই। আওয়ামীলীগ থেকে অনেক মির্জাফর হুংকার দিয়েছে, জনগণ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। আওয়ামীলীগের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক দলের ঐক্য ও বিদেশীদের ষড়যন্ত্র ২১ আগষ্ট প্রতিহত করেছে আল্লাপাক। ১৫ আগষ্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাস পরিবর্তন হয়ে বলেই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে এতটা সময় নিতে হয়েছে। দলের ভিতরে গাপটি মারারা সাবধান হয়ে যান। ২০২৩ নির্বাচনে আপনাদের কোনো রূপ গ্রহন করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব ও দলপ্রমির রূপ ধারন করতে না পারলে, মির্জাফরের তালিকা থেকে আপনাদেরকে বাদ দেওয়া হবে না।

লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।

শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102