মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান মোঃ নুরে আলম সিদ্দিকী।
শনিবার (২২ জুন) খাস খবর বাংলাদেশ পত্রিকায় পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
মোঃ নুরে আলম সিদ্দিকী বিবৃতিতে বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন করোজ্জ্বল একটি উজ্জ্বল দিবস। ১৯৪৯ সালের ২৩ জুন থেকে ২০২৪ সালের ২৩ জুন একটি সুদীর্ঘ পথ-পরিক্রমা। বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে ১৯৪৮ সালের ১১ মার্চ যে ছাত্র বিক্ষোভ ও সাধারণ ধর্মঘট পালিত হয়, তারই পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় বঙ্গবন্ধু আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে একাত্তরে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন।
‘বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠালগ্ন থেকে বঙ্গবন্ধু যেভাবে দলটিকে পরিচর্যা করেছেন ও জনগণকে সংগঠিত করেছেন তার ফলেই আওয়ামী লীগ সারা বাংলাদেশজুড়ে আজ এক মহীরুহে রূপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু তার ছয় দফার আন্দোলন ও ’৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালি জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন, তার ফলেই ’৭০ এর নির্বাচনে তিনি বাঙ্গালির অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন।’
বিবৃতিতে আরও বলা হয়, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমার পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দেশবাসীর প্রতি আহ্বান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হই যে, শেখ হাসিনার সুনেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে চলব।