জনাব রবিউল আলমঃ মির্জা আব্দুল কাদেরকে মনে রাখতে হবে। বসুর হাট পৌর চেয়ারম্যান সত্যবাদী, জনগণ শতস্ফুর্ত ভোট দিয়েছে নৌকায়। অনেক কথা বলছেন, আঃলীগের সবাইকে ভোট চোর বলতে বলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটার বিহীন নির্বাচনের জন্য দায়ী করে কথা বলছেন, কথা বলছেন প্রিয় নেতার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায় করেছেন। মুখে কিছু আটকাচ্ছে না। মির্জা কাদের, ইতিহাস কাউকে হ্মমা করে না। আঃলীগের বিরুদ্ধে কথা বলে অনেকেই হ্মনিকের জন্য হিরু হয়েছিলেন। শেখ মজিবুর রহমান ও শেখহাসিনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগের কারনে জিরো হতে সময় লাগে নাই। সিরাজুল আলম খান, বঙ্গবির কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রব, বিচারপতি সিনহা, ডঃ ইউনুস,ডঃ কামাল হোসেন, মান্নাদের অবস্থা জনসমাজে আজ ঘৃনিত। আঃলীগ ছেরে দিলে কিন্তু মুখে আর ভাষা থাকে না।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামলী লীগের সভাপতি জনাব রবিউল আলম।